জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য লুৎফর রহমান মারা গেছেন।( ইন্না… রাজেউন)।
সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে যশোর শহরের লোন অফিসপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের ছেলে তানভীর রহমান বলেছেন, আসর বাদ যশোর সম্মিলনী ইন্সটিউশন স্কুল মাঠে জানাজা হবে। ২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে মস্তিস্কে রক্তক্ষরণে লুৎফর রহমান শয্যাশায়ী হয়ে পড়েন। গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কৃতি ফুটবলার লুৎফর রহমানের চিকিৎসায় এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ