স্কোয়াডে নেই মেসি : বিনামূল্যে টিকিট পাচ্ছেন দর্শক!

মাথাভাঙ্গা মনিটর: এই মরসুমে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত শুরু করেছেন লিওনেল মেসি। দলে নতুন ফুটবলারদের যোগদান এবং কোচ হিসেবে হাভিয়ের মাশ্চেরানোর আসার পর থেকে দলটির পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে। মেসি জানিয়েছেন, মিয়ামির একমাত্র লক্ষ্য ট্রফি জেতা। ক্যারিয়ারের শেষবেলায় এসে মাঝেমধ্যেই বাধা হচ্ছে চোট। মেসিকে তাই ইন্টার মিয়ামিও মাঝেমধ্যে বিশ্রাম দিয়ে থাকে। তারেই ধারাবাহিকতায় মিয়ামির পরের ম্যাচে থাকছেন না বিশ্বজয়ী। মেসিবিহীন ম্যাচ মানেই মেজর লিগ সকারের মাঠে দর্শক ভাটা। তাই মেসিবিহীন ম্যাচের জন্য দর্শকদের ফ্রি টিকিট দেয়া হবে, সেটি আবার দেয়া হবে প্রতিপক্ষ দলের পক্ষ থেকে। টেক্সাসে হিউস্টন ডায়নামোর বিপক্ষে আজ সোমাবার ভোর ৬টায় মাঠে নামবে ইন্টার মিয়ামি। এমএলএসের ম্যাচটিতে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। চোটজনিত কোন সমস্যা নেই। ম্যাচ না খেলায় দলের সঙ্গে টেক্সাসের শেল এনার্জি পার্কেও যাবেন না আর্জেন্টাইন কিংবদন্তি। এদিকে ম্যাচের প্রধান আকর্ষণ মেসির না খেলার বিষয়টি জানাজানি হলে দর্শকখরার শঙ্কা করছে মিয়ামির আগামী ম্যাচের প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো। সে কারণে সমর্থকদের জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে। মিয়ামি-হিউস্টন ম্যাচ দেখতে এলে হিউস্টনের অন্য একটি ম্যাচের টিকিট ফ্রি দেয়া হবে। বিবৃতিতে হিউস্টন জানিয়েছে, ‘শেল এনার্জি স্টেডিয়ামে সোমবার ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচ নিয়ে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ বেশ রোমাঞ্চিত। সম্প্রতি তাদের খেলোয়াড়দের প্রকাশিত তালিকায় ফরোয়ার্ড মেসি নেই। তিনি যে হিউস্টন সফরেও দলের সঙ্গে আসবেন না তা আগেই জানা গিয়েছিল। দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দলে কারা খেলবেন সেবিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই।’ ‘আজকের ম্যাচে আমরা চাই অবিশ্বাস্য আবহ দেখতে এবং আপনারা মেতে উঠুন হিউস্টনের সকার উৎসবে। যার বদৌলতে আমরা আগামীকালের খেলায় উপস্থিত দর্শকদের জন্য ডায়নামোর আসন্ন আরেকটি ম্যাচের টিকিট উপহার দেব। এ নিয়ে বিস্তারিত জানানো হবে পরবর্তী সপ্তাহে।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More