স্টাফ রিপোর্টার: সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদেরকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। আইচ মোল্লার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আইচ মোল্লা করেন ১৩০ বলে ১০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ধীরগতিতে ব্যাটিং শুরু করেন আফগান দুই ওপেনার সাবাউন বানুরি ও সুলিমান সুফি। দলীয় ৩৬ রানের মাথায় তাদের জুটিতে প্রথম আঘাত হানেন আরিফুল ইসলাম। এরপর সুলিমান সুফিকেও বিদায় করে দেন তিনি। আফগানদের মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারেননি। তাদের চার ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেন নাইমুর রহমান নয়ন। পরবর্তী তিনটি উইকেট শিকার করেন রিপন ম-ল। শেষ উইকেটটি নিয়ে আফগানদের অলআউট ও সিরিজ জয় নিশ্চিত করেন নয়ন। একই সঙ্গে তার পাঁচ উইকেটের কোটাও সম্পূর্ণ হলো। ৩৯.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে বাংলাদেশ জয় পায় ১২১ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজও ৩-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় বল্লভপুর একাদশ জয়ী
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় বল্লভপুর একাদশ জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে দামুড়হুদা উপজেলার সুবুলপুর একাদশ ও মুজিবনগর উপজেলার বল্লভপুর একাদশ মুখোমুখি হয়। খেলায় বল্লভপুর একাদশ ৩-২ গোলে সুবুলপুর একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে শিমুল হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন প্রিন্স সাজ্জাদ, রাজু ও নাসিম। খেলা শেষে আরকে মোবাইল হাসপাতালের স্বত্বাধিকারী রকিকুল ইসলামের পক্ষ থেকে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত কার্পাসডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ক্রীড়াপ্রেমী শিক্ষক আহম্মদ আলী, ক্রীড়াপ্রেমী আশুব্বর রহমান বাবু, সাবেক ফুটবলার নজরুল ইসলাম, বাগোয়ান ইউপি সদস্য মি. শংকর, উপজেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ সম্পাদক জামাত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস, ক্রীড়াপ্রেমী আব্দুল মতিন খশরু, সাংবাদিক রতন বিশ্বাস, সাংবাদিক মেহেদী হাসান মিলন, ছাত্রলীগ নেতা রিয়াদ, জাস্টিন, সেলিম, মানিক প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার কুন্দিপুরে ৩৭ বিঘা সরকারি খাসজমি অবৈধ দখলদারদের কবলে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ