সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন

স্টাফ রিপোর্টার: চ্যাম্পিয়ন্স ট্রফির আর এক মাসের মতো সময় বাকি। সময়টা এখন দল গুছিয়ে নেয়ার। সব দল আদতে তাই করছে। বাংলাদেশও সে পথেই হাঁটছে। তবে সেটা করতে হলে বাংলাদেশকে খুঁজতে হবে বড় এক প্রশ্নের উত্তর। সে প্রশ্নটা সাকিবকে নিয়ে। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কি না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাংলাদেশের হয়ে খেলার সদিচ্ছা বাংলাদেশ আর সাকিব দুই পক্ষেরই আছে। তবে বিষয়টা আর এখন অত সহজ অবস্থানে নেই। তাকে দলে নেয়া হবে কি না, তা নিয়ে বোর্ডের কথাই শেষ কথা নয়। সেটা সংবাদ মাধ্যমকে আবারও জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সাকিবের এমন পরিস্থিতির কারণ রাজনীতিতে জড়িয়ে পড়া। ২০২৪ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন তিনি। এরপর জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এমপি পদ হারান তিনি। এরপর থেকে আরও অনেক আওয়ামী লীগ নেতার মতো তিনিও দেশের বাইরেই আছেন। সে কারণে তিনি দেশের মাটিতে শেষ টেস্টটা খেলার ইচ্ছা পোষণ করেও খেলতে পারেননি। এরপর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তার খেলা হচ্ছে না, সেটাও ওই একই কারণে। তবে আসছে চ্যাম্পিয়ন্স লিগে সে সমস্যা নেই। টুর্নামেন্টটা হবে দেশের বাইরে, পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতে; যার ফলে দেশে আসা বিষয়ক জটিলতায় পড়তে হচ্ছে না তাকে। সে কারণেই তাকে নিয়ে আশায় বিসিবি। তার বিষয়ে ফারুক বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি দেশের বাইরে, সে ক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন। এ ব্যাপারে আমার মনে হয়, এই বিপিএলের মধ্যেই নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া দরকার।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More