স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটা ছিল সাকিব আল হাসানের। এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি একা নিজের করে রেখেছিলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। এবার তাতে ভাগ বসালেন তাসকিন আহমেদ। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে স্টিভেন টেইলরকে সাজঘরের পথ দেখিয়ে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন তাসকিন। রংপুরের বিপক্ষে চলমান রাজশাহীর ম্যাচটি নজিরবিহীন। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেনি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। এ কারণে তারা গতকাল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি মাঠেও আসেননি।
এদিকে বিপিএল বাইলজের নিয়মানুযায়ী কমপক্ষে দুই জন বিদেশিকে একাদশে রাখতেই হবে। তবে বিশেষ নিয়মে বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমেছে রাজশাহী। এদিকে একাদশে সব স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলতে নেমে আগে ব্যাত করে ১১৯ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে রংপুর। ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে হারের শঙ্কায় আছে দলটি। এদিকে রংপুরের ব্যাটারদের দ্রুত সাজঘরের পথ দেখানোর পথে এক উইকেট পেয়েছেন তাসকিন। প্রথম ওভারেই স্টিভেন টেইলরকে আউট করেছেন তিনি। এবারের বিপিএলে এটি তার ২৩তম উইকেট। বিপিএলের ২০১৯ সালের আসরে সাকিবও পেয়েছিলেন ২৩ উইকেট। সাকিব ২৩ উইকেট নিয়েছিলেন ১৫ ম্যাচে, এদিকে ১১ ম্যাচেই ২৩ উইকেট নিয়েছেন তাসকিন। সেই সঙ্গে সাকিবের রেকর্ডেও ভাগ বসিয়েছেন টাইগার এই স্পিডস্টার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.