সমাজে সকলের একাগ্রতা থাকলে উন্নয়ন সম্ভব
চুয়াডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সুমিরদিয়া রেলপাড়ায় যুব স্পন্দন স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার উদ্যোগে ২ দিনব্যাপী ৪র্থ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সমাপনী দিনে দুপুর ২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল হাসান মিলন ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আজ আমি কোনো রাজনৈতিক নেতা হিসেবে এখানে আসিনি। যুব স্পন্দন স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থা আমাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মান জানিয়েছে। ক্লাবের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটি ক্রীড়া উৎসব আয়োজনের জন্য। আমাদের ভেতর অনেকের রাজনৈতিক দ্বিমত থাকতে পারে। সবার আগে প্রয়োজন একাগ্রতা। সকলে মিলে একটি কাজ করলে তবেই সমাজ উন্নয়ন হবে; দেশ উন্নয়ন হবে। আমরা যারা সমাজে বসবাস করি ইচ্ছে করলেই এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারি। দরকার সকলের প্রচেষ্টা। অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যরা নিজস্ব জমিতে ক্লাবের মূল অফিসের দাবি জানালে প্রধান অতিথি তা অচিরেই পূরণ করবেন বলে জানান।