মাথাভাঙ্গা মনিটর: শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়েছে বাংলাদেশের। আগামী ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সব হারিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন শেষ ভালোর আশায়। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। শান্ত বলেন, ‘অবশ্যই আমি মনে করি, সেটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং আরও ভালো হবে।’ দেশের হয়ে খেলতে গেলে সবসময়ই শতভাগ চেষ্টা থাকে। শেষ ম্যাচেও এর ব্যত্যয় ঘটবে না, জানালেন শান্ত। তার কথা, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবীন্দ্রের ১১২ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশ দলের।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.