মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফির বছরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সে লড়াইটা বড় একপেশে হলো। নিউজিল্যান্ড বোলিং, ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও পাত্তা দিল না সফরকারী শ্রীলঙ্কাকে। ১৭৮ রানে দলটাকে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিল ২৩.৫ ওভার হাতে রেখে। দুর্দান্ত এই জয়ে ব্ল্যাকক্যাপসরা সিরিজটাও শুরু করল দারুণভাবে। টস জিতে ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে লঙ্কানদের। ২৩ রানে তুলে নেয় ৪ উইকেট। সেখান থেকে আরও বড় বিপর্যয় হয়নি শ্রীলঙ্কার, তবে দলটা আর মাথা তুলে দাঁড়াতেও পারেনি। ওপেনার আভিস্কা ফার্নান্দো ফিফটির পর ফিরে যান ৫৬ রান নিয়ে। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) আর ওয়ানিন্দু হাসরাঙ্গারা (৩৫)। ফলে শ্রীলঙ্কা ৪৪তম ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয়। ম্যাট হেনরি ১৯ রানে নেন ৪ উইকেট। জ্যাকব ডাফি আর ন্যাথান স্মিথ নেন ২টি করে উইকেট। জবাবে নিউজিল্যান্ড রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকে। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র আর উইল ইয়াং মিলে ১২.৩ ওভারেই তুলে ফেলেন ৯৩ রান। রাচিন ৩৬ বলে ৪৫ রান করে ফিরে যান সাজঘরে। মার্ক চ্যাপম্যানের সঙ্গে মিলে ইয়াং খেলাটা শেষ করেই ফেরেন। দুজনের ৮৩ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় স্বাগতিকদের।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.