লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ১৪ বছর পর সিরিজ জয় অস্ট্রেলিয়ার

মাথাভাঙ্গা মনিটর: বোর্ডার-গাভাস্কার সিরিজ জয় করে শ্রীলঙ্কা সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টেই ইনিংস ব্যবধানের বিশাল জয় পেয়েছিল অজিরা। এরপর দ্বিতীয় টেস্টেও সফরকারীরা জিতে নিবে এমনটা ধারণা করা হয়েছিল স্টিভ স্মিথদের প্রথম ইনিংসের ব্যাটিং দেখেই। অবশেষে হয়েছেও তাই। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে লঙ্কানরা করতে পেরেছে ২৩১ রান। তাতে অজিদের লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের, যা ৯ উইকেটেই জিতে নিয়েছেন উসমান খাজারা। চতুর্থ দিনের শুরুতেই আউট হন কুশল মেন্ডিস। নবম ব্যাটার হিসেবে মেন্ডিস ফেরার পরই নিশ্চিত হয়ে যায় অজিদের জয়ের রূপরেখা। দলীয় ২১৭ রানে মেন্ডিস ব্যক্তিগত ৫০ রানে বিদায় নেয়ার পর শ্রীলঙ্কা অলআউট হয় ২৩১ রানে। এরপর ৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৮ রানে আউট হন অজি ওপেনার ট্রাভিস হেড। তবে হেড ফিরলেও খাজার অপরাজিত ২৭ ও মার্নাস লাবুশেনের অপরাজিত ২৬ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় অজিরা। দুই টেস্টেই শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ১৪ বছরে এশিয়ায় নিজেদের দ্বিতীয় সিরিজ জয় নিশ্চিত করেছে অজিরা। এর আগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল অজিরা। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া সবশেষ সিরিজ জিতেছিল ২০১১ সালে, এরপর এবারই প্রথম সিরিজ জিতল সফরকারীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More