সৌম্য সরকারের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টাইগারদের সিরিজ জয়ে ব্যাট হাতে দুই ফিফটিতে ১২৬ রান আর বল হাতে ৩ উইকেট শিকার করেন সৌম্য। প্রথম ম্যাচে ৫০ রান আর এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সৌম্য। রোববার সিরিজের অঘোষিত ফাইনালে বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে ম্যাচ সেরা হন এ তারকা ব্যাটসম্যান। সিরিজে অলরাউন্ড পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন সৌম্য সরকার। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং করেন সৌম্য সরকার। ২.২ ওভারে দলীয় ২০ রানে মোহাম্মদ নাঈম আউট হওয়ার পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সৌম্য। দলীয় ৭০ রানে সাকিব আউট হলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন সৌম্য। দলকে জয় উপহার দিতে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১৩.৩ ওভারে দলীয় ১৩৩ রানে সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৯টি চার ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৬৮ রান করেন সৌম্য।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ