মেহেরপুর অফিস: মেহেরপুর মাইক্রো চালক সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। মাইক্রো চালক সমিতির শহর একাদশ এবং গ্রাম একাদশের মধ্যকার প্রীতি ক্রিকেট খেলায় শহর একাদশ জয়লাভ করে খেলায় শহর একাদশ ১৩১ রানের বিশাল ব্যবধানে গ্রাম একাদশকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শহর একাদশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবি সর্বোচ্চ ১১০ এবং জাহাঙ্গীর ৫৫ রান করেন। জবাবে খেলতে নেমে গ্রাম একাদশ ১৪ ওভারে ১০৮ রান সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাবিব সর্বোচ্চ ১৪ রান করে। শহর একাদশের পক্ষে শিপন, পবিত্র ২টি করে। এবং শাকিল, মুন্না, রবি, লিয়াকত, এবং যুবরাজ প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। খেলায় অনবদ্য সেঞ্চুরি করায় রবি ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার লাভ করেন।
এছাড়া, আরও পড়ুনঃ