মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত চাঁদবিল আন্তঃপ্রিমিয়ার ফুটবল লীগে চাঁদবিল কিংস জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় চাঁদবিল কিংস ৪-০ গোলে সিটি কিংকসকে পরাজিত করে। বিজয়ী দলের মালেক ও রাশেদ দুটি করে গোল করেন। খেলায় বিজয়ী দলের মালেক ম্যান অব দি ম্যাচ ও রাসেল ম্যান অব দি সেরা খেলোয়াড় এবং একই দলের আশরাফ সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে সাংগাঠনিক সম্পাদক শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ