মেহেরপুর অফিস: মেহেরপুর রাজ এন্টারপ্রাইজের উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত ১৩তম মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস সংক্রমনরোধে গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত ওই লীগ স্থগিতের নির্দেশ দেন।
জানা যায়, এদিন বিকেলে মেহেরপুর জাহিদ একাদশ ও ব্রাইট একাদশের মধ্যকার খেলাটি চলাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত সেখানে পেঁৗঁছান এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লীগ স্থগিতের নির্দেশ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল হাসান রাজিব।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ