মেহেরপুর অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়াই। খেলা শেষে বিজয়ীদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, (রাজস্ব) তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, নাহিদ হোসেন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল মান্নান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
বেতন বন্ধ, সরকারি মাহতাব উদ্দিন কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ