মেহেরপুর অফিস: অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের কাছে অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল হেরেছে। গতকাল বুধবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট অনূর্ধ্ব ১৬ দলকে ৯ রানে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব ১৪ দল ৩৮ ওভারে ১৮০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাসিবুল ৩৮, রাকিব ২৬ রান করেন। অনূর্ধ্ব ১৬ দলের সোহান ও সোহানুর ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে অনূর্ধ্ব ১৪ দল ৩৬ ওভার ১ বলে ১৭১ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মাসুম সর্বোচ্চ ২৮ রিশাত ২৫ রান করেন। অনূর্ধ্ব ১৪ দলের সাফি ৩টি, নাঈম ও হাসিবুল দুটি করে উইকেট লাভ করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ