মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম (পিপিএম-সেবা) পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন। পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের সকল থানা, ক্যাম্প, ফাঁড়ি, ডিবি, ডিএসবি, পুলিশ অফিস, পুলিশ লাইন্স এবং সার্কেল অফিসের সমন্বয়ে মোট ২৪টি দল অংশগ্রহণ করেন।