মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় স্বাগতিকরা জয়লাভ করেছে। মেহেরপুর ফৌজদারপাড়া জমিদার একাদশের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ফৌজদারপাড়া জমিদার একাদশ ৪-১ গোলে শহরের নতুনপাড়া একাদশকে পরাজিত করে। খেলায় ফৌজদারপাড়া জমিদার একাদশের পক্ষে ফাহিম ২টি এবং আকিব ও দেবা একটি করে গোল করে। অপরদিকে নতুনপাড়া একাদশের গোলটি আত্মঘাতি ছিলো। বিপুল পরিমাণ দর্শক খেলাটি উপভোগ করেছে।
এছাড়া, আরও পড়ুনঃ