মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ সংহতি সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় মেহেরপুর ইয়াং টাইগারকে ৪০ রানে হারিয়ে কুষ্টিয়া রোজার টাইগার শুভসূচনা করেছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর ইয়াং টাইগার টসে জিতে কুষ্টিয়া রোজার টাইগারকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে কুষ্টিয়া রোজার টাইগার ৮ উইকেটে হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে মেহেরপুর ইয়াং টাইগার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। ফলে ৪০ রানের জয় পায় কুষ্টিয়া রোজার টাইগার। খেলাটির ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শুভ। তিনি ৪৯ রান করেন। এছাড়া মেহেরপুর ইয়াং টাইগারের খেলোয়াড় সোহান ৫ উইকেট শিকার করেন।
খেলাটির আম্পায়ারের দায়িত্ব ছিলেন চুয়াডাঙ্গার খ্যাতিমান আম্পায়ার আব্দুল মালেক ও টুটুল মোল্লা। থার্ড আম্পায়ারের দায়িত্ব ছিলেন আবিদ। ধারাভাষ্যে ছিলেন হেলাল ও মাহফুজ। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি সহীদুদ্দোজা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খানসহ সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক তুষার, হীরালাল, সুমন, রতন, রনি, তাপু, জুয়েল, আকাশ। স্কোরের দায়িত্ব ছিলেন স্বাক্ষর ও আমিরুল।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার চন্দ্রবাসে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ ফুটবল স্মৃতি টুর্নামেন্টে কানাইডাঙ্গা সেমিফাইনালে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.