মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগে বন্দর আগমনী ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর যুব সমাজের উদ্যোগে কুদরত-ই-খোদা ক্লিনিক ও ল্যাব কেয়ার কুষ্টিয়া সহযোগিতায় মুজিবনগর উপজেলার রামনগর মাঠে অনুষ্ঠিত মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগে মেহেরপুরের বন্দর আগমনী ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বন্দর আগমনী ক্লাব ৪৩ রানে মেহেরপুর টেলিকমকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বন্দর আগমনী ক্লাব ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে শামীম ৬৯ রাজু ৪২ নাসিম ৩৮ রান করেন। মেহেরপুর টেলিকম’র পক্ষে রফিক ২টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর টেলিকম ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওমর ৫২ অনু ৩৮ রান করে। বন্দরের পক্ষে বাদশা ২টি শামিম ২টি উইকেট লাভ করে। খেলায় শামীম ম্যান অব দ্য ফাইনাল, ওমর ম্যান অব দ্য টুর্নামেন্ট, হাসানুর সর্বোচ্চ উইকেট শিকারি, কিরন সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং হারুন শ্রেষ্ঠ ক্যাচ নেয়ার পুরস্কার লাভ করেন। খেলা শেষে ডা. সজিবুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম মোল্লা, হারুন অর রশিদ, শাহাবুদ্দিন, শামীম শিশির প্রমুখ।