মেহেরপুর অফিস: মেহেরপুর রাজা এন্টারপ্রাইজের উদোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত ১৩তম মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুনামেন্টে স্বাগতিকদের হারিয়ে জয় পেয়েছে মেহেরপুর নেপালী ক্লাব।
গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর নেপালী ক্লাব ৩-১ গোলে স্বাগতিক রাজা এন্টারপ্রাইজকে পরাজিত করে। বিজয়ী নেপালী ক্লাবের পক্ষে আলমগীর, তুষার ও সপো একটি করে গোল করেন। বিজিত রাজা এন্টারপ্রাইজের পক্ষে একরাম একমাত গোলটি করেন। বিপুল পরিমাণ দশক খেলাটি উপভোগ করেন।