জীবননগর ব্যুরো: জীবননগর বাজার ব্যবসায়ীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৩-২ গোলে পদ্মা একাদশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মধুমতি একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও থানা অফিসার ইনচার্জ আব্দুল খালেক। এছাড়াও ব্যাবসায়ীদের মধ্যে আব্দুল হান্নান, রফিকুল ইসলাম পঁচা, আব্দুল হামিদ, মনিরুজ্জমান লিটন, ডাবলু মিয়া, নাসির মল্লিক, তুহিন ও জুয়েল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন মধুমতি দলের অধিনায়ক শরিফুল ইসলাম ও রানারআপ পদ্মা দলের অধিনায়ক খায়রুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম কামরুল।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ