মাথাভাঙ্গা মনিটর: ভারতে চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও খোলা হবে বিভিন্ন স্টেডিয়াম। তবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এ ঘোষণার কারণে আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে মনে করার কারণ নেই। বরং আইপিএল নিয়ে অনিশ্চয়তা আগের মতোই থেকে যাচ্ছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে আছে। গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গালুরুর সাই কেন্দ্র এবং পাতিয়ালা এনআইএস শিবিরে আটকে থাকা খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত অনলাইনে কথাবার্তা বলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। টোকিও অলিম্পিকের জন্য এই দুই শিবিরে রয়েছেন ভারতীয় পুরুষ এবং হকি, বক্সিং, অ্যাথলেটিক্স, ভারোত্তোলক ইভেন্টের খেলোয়াড়েরা। এর আগে তারা প্রত্যেকেই রিজিজুর কাছে অনুরোধ করেন, মাঠে নেমে অনুশীলনের সুযোগ দেয়া হোক। গত সপ্তাহে সেই অনুরোধ জানিয়ে ক্রীড়ামন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিলো ভারতীয় অলিম্পিক সংস্থা। সেই প্রস্তাব বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেঙ্গালুরু সাই, পাতিয়ালা এনআইএস শিবিরের মাঠ খোলা হবে। তবে সাধারণ মানুষ ঢুকতে পারবেন না।
এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএল নিয়ে ধোঁয়াশা থাকছেই। আগের মতোই বিমান যাতায়াত বন্ধ থাকায় আইপিএল দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘৩১ মে পর্যন্ত যাতায়াত সম্পর্কিত নিষেধাজ্ঞা থাকায় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের শিবির শুরু করা নিয়ে বোর্ড আরও কিছুটা সময় অপেক্ষা করবে। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে বোর্ড সচেতন এবং তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না, যাতে পরিণতি খারাপ হয়।’