মাথাভাঙ্গা মনিটর: দেশের ক্রিকেটারদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কোথাও খেলতে গেলে এই নিষেধাজ্ঞাগুলো মানতে হবে রোহিত শর্মা-কোহলিদের। এই নিয়ম চালু হলে অনেক ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে তাদের। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শিগগির এসব সিদ্ধান্ত মানাতে বাধ্য করা হবে। তা হোক সিনিয়র কিংবা জুনিয়র, নিষেধাজ্ঞায় কড়া নজর বিসিসিআইয়ের। কোনো ক্রিকেটার এই ১০ নিয়ম ভঙ্গ করলে, তাকে তিরস্কারের পাশাপাশি শাস্তিও ভোগ করতে হতে পারে। নতুন নিয়মগুলো আনার নেপথ্যে বোর্ডের কিছু উদ্দেশ্য রয়েছে। তারা চায় ক্রিকেটারেরা খেলার প্রতি আরও মনোযোগী হয়ে উঠুক। সেই সঙ্গে দলে একাগ্রতা, শৃঙ্খলা এবং ইতিবাচক মনোভাব চাইছে বোর্ড। ক্রিকেটারদের আরও পেশাদার করাই লক্ষ্য তাদের। অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সভাপতি রজার বিন্নীর মধ্যে বৈঠকে ১০ দফা আচরণবিধি তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে নাকানি চুবানি এবং সবশেষ অস্ট্রেলিয়ায় ভূপাতিত-সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো গেছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে ভারতের। এসব চলার মাঝেই বের হচ্ছিল ড্রেসিংরুমের খবর। সব মিলিয়ে ক্রিকেটারদের কিছু আচরণে তিতিবিরক্ত দেশটির ক্রিকেট বোর্ড।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.