মেহেরপুর অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল ফুটবলের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শেখ কামাল ফুটবলের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা ক্রীড়া শিক্ষা অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহি, ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমূখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ জয়লাভ করে। খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ১-০ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। খেলা শেষ হওয়ার ঠিক ৩ মিনিট পূর্বে মেহেরপুরের পক্ষে জয়সূচক গোলটি করেন দিপু। এর আগে বৃষ্টিবিঘিœত মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এবং গাংনী উভয় দলই গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধে গাংনীর দলীয় অধিনায়ক সেলিমকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেয়া হয়। খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লাল্টু ও সোহেল।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ