বিদ্রোহের অবসান : অনুশীলনে ফিরবেন নারী ফুটবলাররা

স্টাফ রিপোর্টার: অবশেষে বাংলাদেশ নারী ফুটবলের সংকট নিরসন হতে যাচ্ছে। সিনিয়রসহ মোট ১৮ নারী ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে ফেরাতে ব্যর্থ হয়েছিলেন। তবে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছেন বিদ্রোহী ১৮ নারী ফুটবলার। আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরবেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ কথা জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। তিনি বলেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে। আপাতত ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প ছুটি। তারাও (১৮ ফুটবলার) ছুটিতে যাবে। ছুটি কাটিয়ে ফেরার পর তাদের সঙ্গে চুক্তিও করা হবে।’ দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছিল এই ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ। গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনা-সানজিদারা। বাটলারকে কোচ রেখে দেওয়া হলে অনুশীলন বয়কটের সঙ্গে সবাই গণঅবসরের হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেই কমিটি তদন্ত শেষে বাফুফে সভাপতির কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর কয়েক দফা বাফুফে সভাপতিও এই বিদ্রোহী ফুটবলারের অনুশীলনে ফেরার আহ্বান জানান। বাফুফের নারী উইং থেকেও একাধিকবার বৈঠক হয় মেয়েদের সঙ্গে। কিন্তু এই ১৮ ফুটবলার সিদ্ধান্ত বদলাতে রাজি হননি। অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলেন ১৮ নারী ফুটবলার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More