বিদেশিদের ছাড়াই রংপুরকে হারিয়ে রাজশাহীর চমক

স্টাফ রিপোর্টার: রংপুরের রাইডার্সের বিপক্ষে গতকাল অনুষ্ঠিত দুর্বার রাজশাহীর ম্যাচটি নজিরবিহীন। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেনি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। এ কারণে তারা আজ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি মাঠেও আসেননি। এদিকে বিপিএল বাইলজের নিয়মানুযায়ী কমপক্ষে দুই জন বিদেশিকে একাদশে রাখতেই হবে। তবে আজকের জন্য বিশেষ নিয়মে বিদেশী ক্রিকেটার ছাড়াই খেলতে নেমেছে রাজশাহী। এদিকে একাদশে সব স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলতে নেমে আগে ব্যাট করে ১১৯ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়া দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করতে পেরেছে ১১৭ রান। আর তাতে ২ রানের জয়ে চমক দিয়েছে আসরজুড়ে বিতর্কের মুখে থাকা রাজশাহী। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৫ রান, ক্রিজে ছিলেন মারকুটে অলরাউন্ডার সাইফউদ্দিন। শেষ ওভারে রাজশাহীর অধিনায়ক তাসকিন বোলিংয়ে আনেন স্পিনার জিসান আলমকে। জিসানের করা প্রথম ২ বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন সাইফউদ্দিন। ৪ বলে যখন দরকার ১৩ রান তখন পরপর দুই বলে ছক্কা বা চার হাঁকাতে ব্যর্থ হয়ে রান নিতেও বিরত থাকেন সাইফউদ্দিন। এরপর শেষ দুই দলে চার আর ছয় মারলেও শেষ পর্যন্ত ২ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রংপুরকে। এবারের আসরে টানা ৮ ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হারলো নুরুল হাসান সোহানের দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই প্রথম উইকেট হারায় দলটি। এরপর দলীয় ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। দলীয় ২৩ রানে আউট হন সৌম্য সরকার ও মেহেদী হাসান। এরপর দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সোহান, ইফতিখার আহমেদ ও কুশদিল শাহও। এদিকে একপ্রান্তে উইকেট হারালেও অপরপ্রান্তে টিকে ছিলেন সাইফউদ্দিন। অষ্টম উইকেটে রাকিবুল হাসানের সঙ্গে ৪২ রানের জুটি গড়ে জয়ের আশা দেখিয়েছিলেন তিনি। তবে ২২ বলে ২০ করে রাকিবুল তাসকিনের বলে আউট হলে ভাঙে সে আশা। এরপর আর শেষ ওভারে জিততে পারেনি রংপুর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More