মেহেরপুর অফিস: গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফুটবল মাঠে বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি মেহেরপুর জেলা শাখার নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি খুলনা বিভাগীয় সভাপতি মাহমুদুল হক লিটন। সাবেক ফুটবলার সাহাদুল ইসলাম কানাইয়ের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মদন। পরিচিতি পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজা মিয়া, গাংনী উপজেলা শাখার সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
এর আগে আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনোয়ারুল হক শাহী ও আতর আলীকে উপদেষ্টা এবং আব্দুল মালেককে সভাপতি, মিলন, রুবেল হোসেন ও শাবান মাহমুদকে সহ-সভাপতি, সোহাগ আলীকে সাধারণ সম্পাদক, আরিফুল ইসলামকে যুগ্মসম্পাদক, বিপ্লব হোসেনকে সাংগাঠনিক সম্পাদক, রাজা মিয়াকে অর্থ সম্পাদক, আসাদুল ইসলামকে দফতর সম্পাদক, আহসান হাবিবকে প্রচার সম্পাদক, শরিফুল ইসলামকে ক্রীড়া সম্পাদক এবং মিকাইল ও সুজনকে কার্যকরী সদস্য করে মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ