জীবননগর ব্যুরো: ফরিদপুরে ৮ দলীয় মেয়র কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ফিউচার একাডেমি ও আলোকিত ফুটবল একাডেমির সমন্বয়ে গড়া চুয়াডাঙ্গা জেলা একাদশের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের রাসেলের সাথে সাক্ষাত করেছেন। চুয়াডাঙ্গা ফিউচার একাডেমির পরিচালক সাবেক কৃতি ফুটবলার ও কোচ মাহমুদুল হক লিটন ও জীবননগরের আলোকিত একাডেমির পরিচালক সাবেক ফুটবলার কাজি মামনুজ্জামান আদুনের নেতৃত্বে গতকাল শনিবার সকালে সাক্ষাত করলে ইউএনও আরিফুল ইসলাম রাসেলের সাথে সাক্ষাত করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিজয়ী টিমের কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্যএকাডেমির পরিচালকদের প্রতি আহ্বান জানান। সাক্ষাত কালে সাবেক ফুটবলার নাসির উদ্দিন, আব্দুস সবুর, মুন্সী আব্দুর রকিব কিরণ, আলোকিত ফুটবল একাডেমির উপদেষ্টা সাংবাদিক এম আর বাবু, ইউপি সদস্য ফুটবলার ইদবারী মন্ডল, আশরাফ হোসেন, খোকন বিশ^াসসহ বিজয়ী ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি স্কুল মাঠে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। খেলায় চুয়াডাঙ্গা ফিউচার একাডেমি ও জীবননগর আলোকিত একাডেমির ফুটবলারদের নিয়ে গঠিত চুয়াডাঙ্গা একাদশ প্রথম পর্বে নায়ায়ণগঞ্জ জেলা একাদশকে কোয়ার্টার ফাইনালে ও যশোর জেলা একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে মাগুরা জেলা একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চুয়াডাঙ্গা জেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ