মাগুরা সংবাদদাতা : বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। এর আগে সাকিব আল হাসানের বাবার সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন।
সাকিবের বাবা-মা করোনা আক্রান্ত হলেও দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন। সাকিবের বাবা করোনা আক্রান্ত হওয়ার পর তার মা করোনা টেস্ট করান। বৃহস্পতিবার পরীক্ষার ফল পজেটিভ আসে। সাকিবের বাবা-মা দুজনই চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
ঝিনাইদহে করোনা পরিস্থিতির অবনতি : একদিনে ৬৫ জন শনাক্তের রেকর্ড
এছাড়া, আরও পড়ুনঃ