স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আগামী এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে এই গ্রুপ নির্ধারণ করা হয়েছে। ৩৪টি দলকে ছয়টি চার দলের গ্রুপ ও দুটি পাঁচ দলের গ্রুপে ভাগ করা হয়েছে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, মিয়ানমার, তাজিকিস্তান, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনামে। বাংলাদেশের জন্য এটি কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে গ্রুপের অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ১৩৩তম র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ কেবল তুর্কমেনিস্তানের (১৪১তম) চেয়ে এগিয়ে আছে। মিয়ানমার ৫৫তম র্যাঙ্কিং নিয়ে গ্রুপের সেরা দল, আর বাহরাইন আছে ৯২তম স্থানে। গ্রুপ ‘এ’ তে ইরান, জর্ডান, লেবানন, সিঙ্গাপুর ও ভুটান খেলবে। গ্রুপ ‘বি’ তে রয়েছে থাইল্যান্ড, ভারত, মঙ্গোলিয়া, তিমোর-লেস্তে ও ইরাক। গ্রুপ ‘ডি’ তে চীনা তাইপে, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র ও পাকিস্তান লড়বে। গ্রুপ ‘ই’ তে ভিয়েতনাম, গুয়াম, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ ‘এফ’ এ রয়েছে উজবেকিস্তান, নেপাল, লাওস ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘জি’ তে ফিলিপাইন, হংকং, চীন, কম্বোডিয়া ও সৌদি আরব খেলবে। গ্রুপ ‘এইচ’ এ থাকবে উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন ও তাজিকিস্তান। বাছাইপর্বের খেলা ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটটি গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে উঠবে, যেখানে তারা বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে খেলবে। টুর্নামেন্টের মূল পর্ব ২০২৬ সালের ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনটি শহরে অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.