দামুড়হুদা অফিসঃ দামুড়হুদা গোল্ডকাপ টুর্নামেন্টের ৪র্থ খেলায় ঈশ্বরচন্দ্রপুর ক্রিকেট একাদশ জয়ী হয়েছে। সোমবার বিকেল ৩টায় দমুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলায় অংশগ্রহণ করে ঈশ্বরচন্দ্র পুর ক্রিকেট একাদশ বানম সদর একাদশ চুয়াডাঙ্গা। নির্ধারিত ১৫ ওভারের বিনিময়ে ঈশ্বরচন্দ্রপুর ক্রিকেট একাদশ ব্যাট করতে মাঠে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১২৪রান সংগ্রহ করে। টার্গেট নিয়ে ব্যাট করতে মাঠে নেমে সদর একাদশ চুয়াডাঙ্গা নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে পরাজিত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আবুল বাশার ও আজিজুল হক।ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক মোস্তাফিজুর রহমান ও লিটন, স্কোরে ছিলেন সেতু ও তুহিন।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের হুসাইন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, মালিক সুপার মার্কেটের রাজ ফ্যাশন গার্মেন্টেসের স্বতাধিকারি আমিনুল ইসলাম রশিদ ও টুর্নামেন্টের আয়োজক আরজু আহম্মেদ রাকিব।