দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, নাসির উদ্দীন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।