দামুড়হুদা অফিস: বাংলাদেশ জাতীয় দলের তরুন অলরাউন্ডার ইয়াসির আরাফাত মিশুর আগমনে দামুড়হুদার মোক্তারপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোক্তারপুর ঈদগা মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রীতিম্যাচে অংশগ্রহণ করে মোক্তারপুর ক্রিকেট একাডেমি বনাম আমঝুপি ক্রিকেট একাডেমি। টচে জিতে নিধারিত ১৪ ওভারের বিনিময়ে ব্যাট করতে মাঠে নামে মোক্তারপুর ক্রিকেট একাডেমি। মোক্তারপুর ক্রিকেট একাডেমির পক্ষে ব্যাট করেন জাতীয় দলের খেলোয়াড় ইয়াছির আরাফাত মিশু। ১৪ ওভারের বিনিময়ে মোক্তারপুর ক্রিকেট একাডেমি ১শ’ রান সংগ্রহ করেন। ১০১ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে সবকটি উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে আমঝুপি ক্রিকেট একাডেমি। প্রীতি ম্যাচটিতে ম্যাচ সেরা নির্বাচিত হয় জাতীয় দলের খেলোয়াড় ইয়াসির আরাফাত মিশু। মোক্তারপুর যুবসমাজের আয়োজনে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলি, মোক্তারপুর ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন, জুলফিকার আলি মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমএ করিম, যুবলীগ নেতা রনি। ম্যাচটিতে আম্পেয়াড়ের দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম ও সাগর। স্কোরে ছিলেন আব্দুর রহমান ও রাছেল। ধারাভাষ্যে ছিলেন মিজানুর রহমান, আলিম ও মামুন। জাতীয় দলের খেলোয়াড়ের খেলা দেখতে মাঠে শত শত দর্শক ভিড় জমান।
এছাড়া, আরও পড়ুনঃ