কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার মদনায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে চতুর্থ দল হিসেবে মদনা ফুটবল একাদশ সেমিফাইনালে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় মদনা মাধ্যমিক বিদ্যালয়মাঠে দামুড়হুদার লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব ও মদনা ফুটবল একাদশের মধ্যে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। খেলায় মদনা ফুটবল একাদশ ২-১ গোলে দামুড়হুদার লোকনাথপুর ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন একরামুল হক লিপুন, রবিউল ইসলাম ও আব্দুস সবুজ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদার মদনায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সভাপতি এসএএম জাকারিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্তাজ হোসেন, শিক্ষক হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, দর্শনা থানার এসআই মাজহারুল ইসলাম, আ.লীগ নেতা এমএ ফয়সাল, মশিউর রহমান, হারুন অর রশিদ, মফিজুল হক, আব্দুল মান্নান, রাজ হোসেন, রিপন, মিজানুর মাস্টার, রাজ হোসেন, জুবায়ের, জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ফারুক হোসেন, ইসলাম, নাহিদ, হালিম, সানাউল্লাহ, জাকির হোসেন লিটন, কালিপদ হালদার, শিক্ষক মোকছেদুল মালিতা, শামসুল মেম্বার, জাকির হোসেন লিটন, আক্তার, সাজ্জাদ হোসেন প্রমুখ। খেলায় ধারাভাষ্যকর দেন ফরজ আলী, হাসান আলী এবং শামিম। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলমগীর। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদ সাইদ হোসেন।