কুড়ুলগাছি প্রতিনিধি : দামুড়হুদার মদনায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টে প্রথম রাউন্ডের শেষ খেলায় মদনা একাদশ কোয়ার্টার ফ্ইানালে । গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় মদনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিবনগর দারিয়াপুর একাদশ বনাম মদনা একাদশ এর মধ্যে নক-আউট পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। খেলায় মদনা একাদশ ১-০ গোলে দারিয়াপুর একাদশকে পরাজিত করে। খেলায় রেফারী ছিলেন রিপন, আলো ও সুবাস । এসময় উপস্থিত ছিলেন,দর্শনা পৌরসভার প্যানেল মেয়র সুমন আলী, শিক্ষক হাসমত আলী, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ,লীগের সভাপতি মুন্তাজ হোসেন, আ,লীগ নেতা হারুণ অর রশিদ, মফিজুল হক, আঃমান্নান, রাজ হোসেন, রিপন, জুবায়ের, জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ফারুক হোসেন, ইসলাম , নাহিদ, হালিম, সানাউল্লাহ, ফয়সাল আহম্মদ, জাকির হোসেন লিটন, কালিপদ হালদার, শিক্ষক মোকছেদুল মালিতা, শামসুল, জাকির হোসেন লিটন, আক্তার, কালিপদ হালদার প্রমুখ। খেলায় মদনা একাদশের হালিম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের সাধারণ সম্পাদ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদ সাইদ হোসেন।
পূর্ববর্তী পোস্ট
রেইনট্রি ধর্ষণ মামলার রায়ে নারী জাতিকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল
এছাড়া, আরও পড়ুনঃ