কুড়–লগাছি প্রতিনিধি ঃ দামুড়হুদার বাঘাডাঙ্গা ফুটবল টুর্ণামেন্টে খেলায় সেমিফ্ইানালে কাঞ্চনতলা একাদশ । গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার সময় বাঘাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গাপুর একাদশ বনাম কাঞ্চনতলা একাদশ এর মধ্যে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। খেলায় কাঞ্চনতলা একাদশ ২-১ গোলে দুর্গাপুর একাদশকে পরাজিত করে। খেলায় রেফারী ছিলেন সজল আহম্মদ, জাফর উদ্দীন ও রিপন মন্ডল । এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক হাসমত আলী, চুয়াডাঙ্গা বাঘাডাঙ্গা ফুটবল টুর্ণামেন্টের সভাপতি আ,লীগ নেতা রবিউল ইসলাম রবি ও সম্পাদক আক্তার, সকালের সমায়ের জেলা প্রতিনিধি শামিম রেজা, তরুন সেবক মিকাইল হোসেন লিমন, এছাড়াও উপস্থিত ছিলেন, ক্রীড়ানুরাগী বাবু, জাকির হোসেন লিটন, নজরুল ইসলাম, আক্তার, জুয়েল , রবিউল ইসলাম রবি, শহিদুল ইসলাম, নাজমুল হক, সোবহান, সিরাজুল ইসলাম, নুর হোসেন প্রমুখ।