দর্শনা অফিস: “মাদককে না বলি, খেলাধূলায় মনোনিবেশ করি” এ শ্লোগানকে সামনে দর্শনা পৌর শহরের আজমপুর ডিফেন্স ক্লাবের আয়োজন নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৪ দল হারিয়ে ফাইনাল ম্যাচে উত্তির্ণ হয় দর্শনা রেলবাজারের মায়ের দোয়া গার্মেন্টস ও টাইম মাস্টার একাদশ। এ ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ৩ ট্রাইবেকারের ব্যবস্থা করা হয়। এতে ২-০ গোলে টাইম মাস্টারকে হারিয়ে মায়ের দোয়া গার্মেন্টস চ্যাম্পিয়ন হয়েছে। উভয় দলের পক্ষে খেলায়ারের মধ্যে অংশ নেয় সুমন, রাজু, তুহিন, সবুজ, সাকিব, ইমরান, মিফু, উৎসব, রবিন, শুভ, সপ্নিল, আরিফ ও সম্রাট। খেলাটি পরিচালনা করেন তারিকুজ্জামান আলো। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিরুজ্জামান মিঠু। ধারাভাষ্য ছিলেন সাংবাদিক হানিফ মন্ডল ও প্রিতম। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, বিশেষ অতিথি ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাবেক সভাপতি হানিফ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আ. করিম, ব্যবসায়ী নেতা হাসানুজ্জামান হাসান, রিকশা শ্রমিক নেতা তনু মিয়া, সাংবাদিক ইয়াছিন আরাফাত প্রমুখ। সার্বিক সহযোগীতায় রয়েছেন উৎসব, সাগর, তারেক, শিহাব, অন্তর, মিরাজ, সম্রাট, শুভ ও সুমন।