স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট তথা টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ব্যাটসম্যানকে কে, বিরাট কোহলি নাকি ক্রিস গেইল? সোশ্যাল মিডিয়ায় চলছে ভোটিং। শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল এবং ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির ভক্তরা ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে পছন্দের ক্রিকেটারকে ভোট দিয়ে জয়ী করতে পারবেন। টি-টোয়েন্টিতে সর্বাধিক রান, সর্বাধিক সেঞ্চুরি, সর্বাধিক ছক্কা, দ্রুততম সেঞ্চুরি সব বিবেচনায় এগিয়ে রয়েছেন ক্রিস গেইল। ক্যারিবীয় এ ব্যাটিং দানব সবধরনের টি-টোয়েন্টি মিলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। গেইল টি-টেয়েন্টিতে ৪০৪ ম্যাচে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরির সাহায্যে ৩৮.২০ গড়ে ১৩ হাজার ২৯৬ রান সংগ্রহ করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে গেইল খেলেছেন সর্বোচ্চ ১৭৫ রানের লড়াকু ইনিংস। তিনি ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে ১ হাজার ২৬টি চার ও ৯৭৮টি ছক্কা হাঁকান। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ২৮১ ম্যাচে ৮০৮টি চার ও ২৮৬টি ছক্কার সাহায্যে ৪১.২০ গড়ে ৫টি সেঞ্চুরিতে ৮ হাজার ৯০০ রান সংগ্রহ করেছেন। ক্রিস গেইলের ফর্ম নিম্নমুখী হলেও তুঙ্গে রয়েছেন বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবেন কোহলি।