হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার মাধবপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মাধবপুর একাদশ খুলনার এসবি আলী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। মাধবপুর একাদশের রাজু একমাত্র গোলটি করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজাদ বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আশাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনার এসবি আলী ক্লাবের টিম ম্যানেজার ইউসুফ আলী, মাধবপুর একাদশের টিম ম্যানেজার নাসরুল ইসলাম বাবু প্রমুখ। মাধবপুর একাদশে অধিনায়ক ছিলেন নাসরুল ইসলাম এবং খুলনার এসবি আলী ক্লাবের অধিনায়ক ছিলেন শরিফুল ইসলাম। ম্যাচ পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান, সহকারী রেফারি কামাল ও মাঈন। নির্ধারিত সময়ের শেষপ্রান্তে মাধবপুর একাদশের রাজুর পায়ের দুর্দান্ত শটে বলটি খুলনার এসবি আলী ক্লাবের জালে জড়িয়ে পড়ে। উত্তেজনাকর এই খেলাটি উপভোগের জন্য স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন গ্রামের লোক উপস্থিত হন।
পূর্ববর্তী পোস্ট
কাঁচাবাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি : স্বল্প আয়ের মানুষের দীর্ঘশ্বাস
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ