জীবননগর ব্যুরো: জীবননগর মর্নিং স্টার নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাতে স্টেডিয়ামে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় জীবননগর ফাইটার্স গোল শূন্য ড্র করে জীবননগর হানটার্সের সাথে।
এর পূর্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু।
প্রাক্তন ফুটবলার এসএ শরিফুল ইসলাম ছোট বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,সাবেক ফুটবলার মুন্সী আব্দুর রকিব কিরণ, আব্দুস সবুর ও শিক্ষক মোমিন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং জীবননগর শাখার স্পন্সরে জীবননগর ফাইটার্স বনাম সাকিব গার্মেন্টেসের স্পন্সরে জীবননগর হানটার্সের উদ্বোধনী খেলাটি শেষ পর্যন্ত গোলা শূন্যভাবে শেষ হয়। মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শক খেলা উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন আব্দুস সবুর। খেলায় প্রাণবস্ত ধারাভাষ্য দেন সোহেল। মনিং স্টার আয়োজিত এ নৈশকালীন ফুটবল টুর্নামেন্টে ১০টি দল অংশ গ্রহণ করছে। অন্য দলগুলো হচ্ছে-জীবননগর গ্লাডিয়েটর্স, জীবননগর রয়েলস, জীবননগর কিংস, জীবননগর বুলস, জীবননগর ভিক্টোরিয়ার্স, জীবননগর ওরিওয়ার্স, জীবননগর টাইগার্স ও জীবননগর রাইডার্স।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ