জীবননগর ব্যুরো: জীবননগরে দীর্ঘ ৩ বছর পর মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৩ বছর পর অসমাপ্ত ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ফাইনালে মনোহরপুর খান জুয়েলার্স একাদশ ও জীবননগর ক্রীড়া সংস্থা একাদশ মুখোমুখি হয়। ফাইনালে খান জুয়েলার্স ১৩ রানে জীবননগর ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, পৌর ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, সাবেক খেলোয়াড় মমিন, যুবদল নেতা ইকবাল হোসেন চাঁদ, খেলোয়াড় আহমোদুল্লাহ মধু, ইলিয়াস, আবু সোহেল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.