স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবার পরের দিনই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই অনুশীলন করেন। আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে কিছু খেলোয়াড় সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে নিজেদের ঝালিয়ে নেন। বিপিএলের প্লে-অফে উঠতে না পারা দলের খেলোয়াড়রাই শুধুমাত্র আগে থেকে অনুশীলন শুরু করেছিলেন। প্রথম দিকে অনুশীলন শুরু করা খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন। যদিও শান্তর দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। টিম কম্বিনেশনের কারণে শান্ত বরিশালের হয়ে খেলার সুযোগ পাননি বলে জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তামিম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তাকে ততটা সুযোগ দিতে পারিনি যতটা তার প্রাপ্য ছিলো। টিম কম্বিনেশনের তাকে সেরা একাদশে রাখাটা কঠিন হয়ে পড়ে।’ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা প্রায় সব খেলোয়াড়ই এবারের বিপিএলে ভালো পারফর্ম করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো করার আত্মবিশ্বাসী করে তুলেছে। ২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের। আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.