স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫২তম জাতীয় আন্তঃস্কুল ও মাদরাসা কারিগরি শিক্ষা-শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন দলীয় ও ব্যক্তিগত ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ওরফে গরীব রুহানী মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবুত আলী, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, চুয়াডাঙ্গা এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকসহ সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সহকারী শিক্ষকগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। ৭দিনব্যাপী অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দলীয় ইভেন্টের প্রতিযোগিতা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিন, ইসলাম রকিব, হাফিজুর রহমান, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, বিলকিস নাহার, শাহ আলম, খাইরুল ইসলাম, ইখতিয়ার আহমেদ, মুক্তাদির আহমেদ, আশরাফুল ইসলাম,আব্দুল মোমিন, শহিদুল ইসলাম, কেরামত আলী, আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, হাসান আলী প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.