চুয়াডাঙ্গায় ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক
প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ তারকা ক্রিকেটার খুঁজে বের করতে চাই
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন শিপ ২০২৪-২৫’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মেহেরাব্বিন সানভী, মোল্লা ফারুক এলাহী, মো. কামরুল হাসান কাজল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ক্রিকেটার জুয়েল মাহমুদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সদর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ক্রিকেটার জুয়েল মাহমুদ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। এ ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৩২ রানে জয়লাভ করে শুভ সূচনা করে। গতকালের খেলাটি পরিচালনা করেন জহিরুল ইসলাম জুয়েল ও টুটুল মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দেশের ৬৪টি জেলা দলের অংশগ্রহণে মূলত জেলা ক্রিকেটের বিশ্বকাপ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটের স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য এটি নিজেকে প্রমাণের এক বিশাল মঞ্চ। এটি নিজেদের যোগ্যতা প্রমাণের দারুণ মঞ্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ তারকা ক্রিকেটার খুঁজে বের করতে চাই। একসময় এই টুর্নামেন্ট থেকেই উঠে এসেছেন জাতীয় দলের অনেক নামকরা ক্রিকেটার। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা যায়। আজকের খেলায় অংশগ্রহণকারী সকলের জন্য আমার শুভকামনা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.