স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিসভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভুইয়াসহ জেলার সরকারি দফতরের প্রতিনিধিগণ ও ক্রীড়া পরিচালকগণ। ক্রীড়া প্রতিযোগিতার সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চ সকাল ৮টায় চুয়াডাঙ্গা ভিজে স্কুল (চাঁদমারী মাঠ) প্রতিযোগিতার উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভায় উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেয়া হয় নিয়ম অনুসারে নির্ধারিত দিনে ও সময়ে সঠিক উচ্চতা, বয়স ও খেলার উপযোগী পোশাক পরিধান নিশ্চিত করে জেলা প্রশাসকের দফতরে দ্রুত প্রেরণ করা করতে হবে একই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের মাঠে আসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ