চুয়াডাঙ্গায় বিভাগীয় পর্যায়ের ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬

জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ৩দিনের ম্যাচ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় বিভাগীয় পর্যায়ের ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ৩দিনের ম্যাচ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট টিম প্রথম ইনিংসে ১০ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিনশেষে ১ উইকেটের বিনিময়ে ২০ রান সংগ্রহ করে রংপুর বিভাগ। চট্টগ্রাম বিভাগের পক্ষে দলীয় অধিনায়ক জুনায়েদ হোসেন সর্বোচ্চ ১০৮ রান সংগ্রহ করে। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুইটা বিভাগ অর্থাৎ রংপুর এবং চট্টগ্রামের সুযোগ্য খেলোয়াড়দের আমি অভিনন্দন জানায়। যেহেতু এটা একটা টুর্নামেন্ট। এখানে জয় পরাজয় থাকবেই । যাই হোক সুযোগটা আপনারা কাজে লাগাবেন এবং আপনাদের থেকেই আস্তে আস্তে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।’ তিনি আরও বলেন, ‘আজকে যে রোদ চুয়াডাঙ্গায়, আমি মনে করি এই খেলা পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট তারা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে স্যালাইন পানি, যখন যেটা লাগে আর কি। সেটা নাস্তা করবেন। আপনারা সুন্দরভাবে খেলায় অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এই টুর্নামেন্টের আমি উদ্বোধন ঘোষণা করছি।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ডি ডি এল জি শারমিন আক্তার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর মেহেরাব হোসেন অপি, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক মেহেরাব্বিন সানভী, কামরুল হোসেন কাজল ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রীড়া সংগঠক রায়হান মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার জুয়েল মাহমুদ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইমাম হুসাইন সালাম, শফিকুল ইসললাম মালেক ও টুটুল মোল্লা প্রমুখ। চুয়াডাঙ্গা ভেন্যুতে চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়াও তিনদিনের ম্যাচে অংশগ্রহণ করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকা উত্তর ও বরিশাল বিভাগ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More