স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার আলুকদিয়ার কেএম ক্লাব স্বপ্নপূরণ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (২০২২) এর সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক সাবেক সফল মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম আলী, তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন ও আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান হাজি আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, সদর উপজেলা নাজির সোবহান আলী, শফিকুল ইসলাম, রাসেল, জহুরুল ইসলাম বেলু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, কেএম ক্লাবের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বপপূরণ ফুটবল মাঠের সভাপতি লাল্টু, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সকল ইউনিয়ন সচিবগণ।
জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। একযোগে সকল পতাকা উত্তোলন শেষে অতিথিগণ মাঠে প্রবেশ করেন। পতাকা উত্তোলনের আগেই ক্ষুদে ফুটবলারদের সাথে নিয়ে মাঠে অবস্থানকারী উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুটি দল ও রেফারিদের কাছে চলে যান অতিথিগণ। সেখানে টুর্নামেন্টের ফেস্টুন বেলুন উড্ডয়ন ও শ্বেত কপোত অবমুক্ত করেন। দু-দলের খেলোয়াড়-কর্মকর্তা ও রেফারিদের সাথে পরিচিত হন অতিথিগণ। এরপর অতিথিগণ ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
গতকালের উদ্বোধনী দিনে সেমিফাইনাল নিশ্চিত করে তিতুদহ ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, পদ্মবিলা ইউনিয়ন ও স্বাগতিক আলুকদিয়া ইউপি জয়লাভ করে। আজ বিকেল ৩টায় টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকালের ম্যাচগুলো পরিচালনা করেন হাফিজুর রহমান, ইখতিয়ার আহম্মেদ, লিটা হোসেন, রেজাউল হক রিজু ও রিয়ান। খেলোয়াড় সিলেকশনের দায়িত্ব পালন করেন নাসির আহাদ জোয়ার্দ্দার, তরিকুল ইসলাম তরু, ফিরোজ উদ্দীন ও সোয়েব আহাম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা ও ধারাভাষ্য প্রদান করেন ইসলাম রকিব।