চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের সেমিফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা ১০-০ গোলে দামুড়হুদা উপজেলা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে মানিয়া একাই ৮টি গোল করে। একই মাঠে বিকেল ৪টায় দামুড়হুদা বালক দল টাইব্রেকারে ৬-৫ গোলে চুয়াডাঙ্গা পৌরসভাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। পৌরসভা দলের ম্যানেজার ছিলেন সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, কোচ ছিলেন সোহেল রানা। দামুড়হুদা উপজেলা দলের কোচ ছিলেন শাহিদুল ইসলাম সদু, ম্যানেজার ছিলেন এম নুরুন্নবী ও সহকারী ম্যানেজার ফারুক আহম্মেদ। এছাড়া গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য নাসির আহাদ জোর্য়াদ্দার, রোকনুজ্জামান রোকন, সেখ রাসেল, খন্দকার টুটুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, সাবেক ফুটবলার শহিদুল কদর জোর্য়াদ্দার, হ্যাজি, মুরাদ ফেরদৌস, তরিকুল ইসলাম তরু, মামুন, সরকারি গণগ্রন্থগারের লাইব্রেরিয়ান মাসুদ রানা, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর উজ্জ্বল হোসেন, প্যানেল মেয়র সাইফুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র সকল নির্বাহী সদস্যগণ। গতকালের খেলা ২টি পরিচালনা করেন আব্দুস সবুর, একরামুল হক নিপুন, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, রিয়ান ও ওবায়দুল হক জোয়ার্দ্দার। আজ একই মাঠে সকাল সাড়ে ৮টায় বালিকাদের সেমিফাইনাল ও বিকেল ৪টায় বালক বিভাগের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More