স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কোকো স্মৃতি সেফাক টাকরো টুর্নামেন্টের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চারটি দলের অংশগ্রহণে নক আউট ভিত্তিকে টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন। নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে জমকানো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন। টুর্নামেন্টের ফাইনালে ফাইভ স্টার ক্লাব ও সেভেন কিংস ক্লাব মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জমকালো ফাইনালে ফাইভ স্টার ক্লাব ২-১ সেটে সেভেন কিংস ক্লাবকে ২-১ সেটে সরাসরি পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বেস্ট জার্সি ওয়ার্ল্ড’র কর্নধার সোহেল আহমেদ মালিক সুজন বলেন, ফুটবল ক্রিকেট নয় অপ্রচলিত বেশ কিছু খেলা আছে যেগুলোই অংশগ্রহণ করে একটু অনুশীলন করলেই ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া এই ধরনের গেম থেকে ন্যাশনাল টিমে খেলার সুযোগ সহজ হয়। তিনি বলেন, সেফাক টাকরো, কাবাডি, হকি, রিং বল ও বাস্কেটবল ছোট কোর্টের খেলাগুলোর পরিচিতি ও প্রতিযোগিতা চুয়াডাঙ্গা জেলার তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে মোবাইল ছেড়ে যুব সমাজ খেলার মাঠে ফিরে আসবে। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন সাদিক, হাসান বিশাল, রাজিব মারুফ, রাকিম, সাদী, দিগান, প্রান্ত, হামজা, রিয়ান উদ্দিন কানন ও পিয়াস।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.