স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এসপিএল প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বর থেকে র্যালিটি বের হয়ে বাদ্যযন্ত্রের তালেতালে কবরী রোড ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সদর উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জুয়েলারি মালিক সমিতির সাবেক সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন। অতিথি হিসেবে অংশ নেন গোলাম রসূল তারেক, জাফর আলী মল্লিক, আকরামুজ্জামান টিপু, মুকুল হোসেন, গোলাম সরোয়ার। এছাড়াও উদ্বোধনী র্যালিতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজাম খান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ।
আজ শুক্রবার চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এসপিএল প্রিমিয়ার লিগ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। বেঙ্গল সিমেন্টের পরিবশেক কেদারগঞ্জ নতুন বাজারের ইফতি ট্র্রেডার্সের সৌজন্যে এ ক্রিকেট লিগের আয়োজন করেছে সদর উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন। স্বর্ণ কারিগররা একাধিক টিম নিয়ে ক্রিকেট লিগে অংশগ্রহণ করবেন।